কেরলের ওয়ানাড়ে ভয়াবহ ভূমি ধসে এখনও নিখোঁজ অন্তত দুই শতাধিক নাগরিক! বুধবার দুপুর পর্যন্ত মোট ১৫৮ জনের নিথর দেহ উদ্ধার করা গিয়েছে। একটানা উদ্ধারকাজ চালাচ্ছে সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।
কেরল সরকার সূত্রে খবর, লাগাতার বর্ষণে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী, বন্ধ রয়েছে সমস্ত স্কুল-কলেজ। কেরলের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে তামিলনাড়ু সহ বিভিন্ন পার্শ্ববর্তী রাজ্যের তরফে ত্রাণ, চিকিৎসক ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করতে কাজ করছে বায়ু সেনার হেলিকপ্টারও। শেষপর্যন্ত মৃত্যুর সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায়, সেই আশঙ্কার মেঘই এখন ঘুরছে কেরলের আকাশে।