Sambad Samakal

Wayanad Disaster: নিখোঁজ দুই শতাধিক, মৃত ১৫৮! ওয়ানাড় বিপর্যয়ে টানা চলছে উদ্ধারকাজ

Jul 31, 2024 @ 1:46 pm
Wayanad Disaster: নিখোঁজ দুই শতাধিক, মৃত ১৫৮! ওয়ানাড় বিপর্যয়ে টানা চলছে উদ্ধারকাজ

কেরলের ওয়ানাড়ে ভয়াবহ ভূমি ধসে এখনও নিখোঁজ অন্তত দুই শতাধিক নাগরিক! বুধবার দুপুর পর্যন্ত মোট ১৫৮ জনের নিথর দেহ উদ্ধার করা গিয়েছে। একটানা উদ্ধারকাজ চালাচ্ছে সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

কেরল সরকার সূত্রে খবর, লাগাতার বর্ষণে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী, বন্ধ রয়েছে সমস্ত স্কুল-কলেজ। কেরলের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে তামিলনাড়ু সহ বিভিন্ন পার্শ্ববর্তী রাজ্যের তরফে ত্রাণ, চিকিৎসক ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করতে কাজ করছে বায়ু সেনার হেলিকপ্টারও। শেষপর্যন্ত মৃত্যুর সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায়, সেই আশঙ্কার মেঘই এখন ঘুরছে কেরলের আকাশে।

Related Articles