সংশোধন করা হোক নয়া ন্যায় সংহিতা, এই দাবিতে প্রস্তাব পেশ হল রাজ্য বিধানসভায়। বুধবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মলয় ঘটকরা প্রস্তাব পেশ করেন বিধানসভায়৷
প্রস্তাবে বলা হয়, সংসদে বিরোধীদের কোনও মতামত না নিয়েই পাশ করানো হয়েছে নয়া তিন আইন। এমনকী কোনও রাজ্যের মতামতও নেওয়া হয়নি। নতুন আইনে পুলিশের হাতে ব্যাপক ক্ষমতা ও জরিমানা করার সুযোগ দেওয়া হয়েছে। যার অপব্যবহারের সুযোগ রয়েছে। ব্রিটিশ আমলেও পুলিশের হাতে এত ক্ষমতা ছিল না। তাই অবিলম্বে এই ন্যায় সংহিতা সংশোধন করা হোক, এমনই দাবি করা হয়েছে রাজ্য বিধানসভার প্রস্তাবে।