Sambad Samakal

Dilip-Suvendu: বিধানসভায় শুভেন্দুর ঘরে দিলীপের জন্মদিন পালন, বিজেপিতে নয়া সমীকরণ!

Aug 1, 2024 @ 3:37 pm
Dilip-Suvendu: বিধানসভায় শুভেন্দুর ঘরে দিলীপের জন্মদিন পালন, বিজেপিতে নয়া সমীকরণ!

বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জন্মদিন পালন! রাজ্য বিজেপিতে নয়া সমীকরণ!

বৃহস্পতিবার নিজের জন্মদিন উপলক্ষে রাজ্য বিধানসভায় এসেছিলেন দিলীপ ঘোষ। শুভেন্দু অধিকারী নিজের ঘরে মিষ্টি মুখ করিয়ে বরণ করেন দিলীপকে। উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল সহ অন্যান্যরা।

প্রসঙ্গত, রাজ্য বিজেপিতে শুভেন্দু ও দিলীপ বিরুদ্ধ লবি বলেই পরিচিত। তবে এদিনের পরে সেই সমীকরণ অনেকটাই বদলাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

Related Articles