বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের জেরে একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যের বিভিন্ন প্রান্তে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও গাঙ্গেয় উপকূলের কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এর ফলে সাময়িকভাবে মুক্তি মিলেছে তীব্র অস্বস্তিকর গরমের হাত থেকে।
বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৪ শতাংশ।