Sambad Samakal

Olympics 2024: অলিম্পিকে ভারতের ঝুলিতে তৃতীয় পদক, ‘স্বপ্ন’ দেখাল স্বপ্নিল

Aug 1, 2024 @ 2:32 pm
Olympics 2024: অলিম্পিকে ভারতের ঝুলিতে তৃতীয় পদক, ‘স্বপ্ন’ দেখাল স্বপ্নিল

২০২৪ সালের প্যারিস অলিম্পিকে তৃতীয় পদক এল ভারতের ঝুলিতে। নতুন করে ভারতবাসীকে ‘স্বপ্ন’ দেখাল স্বপ্নিল সিংহ। শুটিংয়ে ফের ব্রোঞ্জ এল দেশে।

ফাইনালের শুরুতে খানিকটা পিছিয়ে ছিলেন মহারাষ্ট্রের স্বপ্নিল। তবে শেষ দুই রাউন্ডে এসে দুরন্ত কামব্যাক করলেন এই ভারতীয় শুটার। সোনার পদক জয়ের লড়াইয়ে থাকলেও মাত্র ০.৪ পয়েন্টে রুপো হাতছাড়া হল ভারতের স্বপ্নিলের।

Related Articles