প্রয়াত অভিনেতা শঙ্কর চক্রবর্তী! বৃহস্পতিবার সকাল থেকেই আচমকাই ঝড়ের গতিতে এই খবর ছড়িয়ে পড়তে শুরু করে সোশ্যাল মিডিয়া জুড়ে। যদিও স্বয়ং অভিনেতা নিজেই জানালেন, তিনি বেঁচে আছেন ও ‘বহাল তবিয়তে’ই আছে।
তবে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভুয়ো খবরের জেরে অত্যন্ত বিরক্ত তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেতা শঙ্কর চক্রবর্তী বলেন, “আমাকেই ফোন করে জিজ্ঞেস করছে, আমি বেঁচে আছি কি না। আমি বলতে বাধ্য হচ্ছি যে, বহাল তবিয়তেই আছি। আমার ইন্টারভিউ নেওয়ার জন্য কার্যত হিড়িক পড়ে গিয়েছে। যেন আমি এখনই মরে যাচ্ছি।”