ওয়ানাড বিপর্যয়ে উদ্বিগ্ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! তৃণমূলের দুই সাংসদের প্রতিনিধি দল পাঠাচ্ছেন পরিস্থিতি খতিয়ে দেখতে।
ইতিমধ্যেই ওয়ানাড বিপর্যয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকপ্রকাশ করেছেন মমতা। রাজ্যসভার দুই সাংসদ সুস্মিতা দেব ও সাকেত গোখলকে পরিস্থিতি খতিয়ে দেখতে ওয়ানাডে যাওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। আগামী দু’দিন সেখানেই থাকবে তৃণমূলের দুই সদস্যের প্রতিনিধি দল।