Sambad Samakal

Akhil Giri: মহিলা সরকারি আধিকারিককে ‘হুমকি’! ফের বিতর্কে কারামন্ত্রী অখিল গিরি

Aug 3, 2024 @ 4:00 pm
Akhil Giri: মহিলা সরকারি আধিকারিককে ‘হুমকি’! ফের বিতর্কে কারামন্ত্রী অখিল গিরি

মহিলা সরকারি আধিকারিককে ‘হুমকি’! তাজপুরে উচ্ছেদ অভিযান চালাতে বাধা বন দফতরকে! ফের বিতর্কের মুখে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি।

জানা যাচ্ছে, তাজপুরে সমুদ্র সৈকতে থাকা বেশ কয়েকটি দোকান দিন কয়েক আগে প্রাকৃতিক বিপর্যয়ে সমুদ্র গর্ভে তলিয়ে যায়। শুক্রবার রাতে ওই স্থানে নতুন করে দোকান তৈরি করেন ব্যবসায়ীরা। শনিবার সকালে সেই সমস্ত দোকান উচ্ছেদ করতে গিয়েই কারামন্ত্রী অখিল গিরির বাধার মুখে পড়েন বন দফতরের মহিলা আধিকারিক।

ভাইরাল হওয়া এক ভিডিওয় রীতিমতো সরকারি আধিকারিককে আঙুল তুলে শাসাতে দেখা যায় অখিল গিরিকে। সরকারি কর্মচারীদের ‘মাথা নীচু’ করে দাঁড়িয়ে থাকারও নিদান দেন তিনি। পাল্টা বন দফতরের মহিলা আধিকারিকও তর্ক জুড়ে দেন মন্ত্রীর সঙ্গে। এই ঘটনায় স্বভাবতই তীব্র বিতর্কের ঝড় উঠেছে। কারণ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই বেআইনি দখলদারি মুক্ত করার জন্য প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন। সেখানে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে খোদ মন্ত্রীর বাধার মুখেই পরলেন বন দফতরের আধিকারিকরা।

Related Articles