Sambad Samakal

Asansol: জলের তোড়ে ভেসে যাওয়া গাড়ি, চালকের দেহ উদ্ধার আসানসোলে, ক্ষুব্ধ এলাকাবাসী!

Aug 3, 2024 @ 10:27 am
Asansol: জলের তোড়ে ভেসে যাওয়া গাড়ি, চালকের দেহ উদ্ধার আসানসোলে, ক্ষুব্ধ এলাকাবাসী!

শুক্রবার রাতে জলের তোড়ে নদীতে ভেসে গিয়েছিল চালক সহ আস্ত গাড়ি। আর শনিবার সকালে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা চালকের মৃতদেহ সহ গাড়ি উদ্ধার করলেন। এই ঘটনায় আসানসোল পুরসভার বিরুদ্ধে চরম ক্ষুব্ধ এলাকাবাসী!

জানা যাচ্ছে, শুক্রবার রাতে কাজ থেকে কল্যাণপুর হাউজিং সেতু পার হয়ে নিজের বাড়িতে ফিরছিলেন ৫৯ বছরের চঞ্চল বিশ্বাস। সেই সময়েই প্রবল জলের তোড়ে নুনি নদীতো ভেসে যায় গাড়িটি। সারারাত ধরে খোঁজাখুঁজির পরে শনিবার সকালে দেহ সহ গাড়ি উদ্ধার হয়। বৃষ্টিতে আসানসোল শহরে জল জমে যাওয়ার সমস্যায় পুরসভার ওপরে ব্যাপক ক্ষুব্ধ এলাকাবাসী। এছাড়াও ওই সেতুর ওপরে কেন সেই সময়ে কোনও বিপদ সঙ্কেত লাগানো হয়নি, সেই প্রশ্নও তুলছেন অনেকে। তাহলে হয়তো এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যেত।

Related Articles