বর্ষার মুখেই ফের রাজ্যে ডেঙ্গুর বাড়বাড়ন্ত! স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শেষ এক মাসে রাজ্যে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮৩৩ জন। ২৮ জুলাই পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৬১ জন।
এরমধ্যে সবথেকে বেশি ডেঙ্গু আক্রান্ত মালদা জেলায়। সেখানে এক মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩১৩ জন। মুর্শিদাবাদে আক্রান্ত হয়েছেন ২৫৭ জন। হুগলিতে আক্রান্ত হয়েছেন ১৯৯ জন। এই পরিস্থিতিতে রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সমস্ত জেলা প্রশাসনকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।