Sambad Samakal

Dipika Kumari: কোয়ার্টার ফাইনালেই দৌড় শেষ! অলিম্পিক থেকে বিদায় দীপিকা কুমারীর

Aug 3, 2024 @ 6:15 pm
Dipika Kumari: কোয়ার্টার ফাইনালেই দৌড় শেষ! অলিম্পিক থেকে বিদায় দীপিকা কুমারীর

কোয়ার্টার ফাইনালেই দৌড় শেষ! এদিন প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন দীপিকা কুমারী! হতাশ করলেন সমর্থকদের।

কোরিয়ার নাম সুহ ইয়নের কাছে পঞ্চম সেটেই হেরে যান তিনি। শেষ সেটে তিনি হারেন ২৯-২৭ ব্যবধানে। একাধিকবার ১০ পয়েন্ট নিজরে ঘরে তুলে নেন দীপিকার কোরিয়ান প্রতিপক্ষ। ফলে আশা জাগিয়েও শেষপর্যন্ত ৬-৪ ব্যবধানে হেরে অলিম্পিক্সের আসর থেকে বিদায় নিলেন দীপিকা।

Related Articles