বাংলায় প্রবল দুর্যোগের মধ্যেই জল ছাড়ল ভিডিসি! জানা যাচ্ছে, শনিবার সকালে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে মোট ৪৮ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।
মাইথন থেকে ১২ হাজার কিউসেক ও পাঞ্চেত থেকে ২৬ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। এর ফলে নদীগুলিতে জলস্তর বিরাট পরিমাণে বাড়ার আশঙ্কা রয়েছে। নিম্ন দামোদর অববাহিকার পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলির নীচু এলাকাগুলোতে ফের বন্যার আশঙ্কা তৈরি হল।