শুক্রবার রাত থেকে একটানা ভারী বৃষ্টির জেরে প্রবল জল যন্ত্রণায় শহর কলকাতার উত্তর থেকে দক্ষিণের বাসিন্দারা। জানা যাচ্ছে, উত্তর কলকাতার কলেজ স্ট্রিট, আমহার্স্ট্রিট, জোড়াসাঁকো, হাতিবাগান সহ একাধিক এলাকায় জল জমে আছে।
দক্ষিণের ভবানীপুর, কালীঘাট, হাজরা, নিউ আলিপুর সহ একাধিক এলাকায় পাম্প চালিয়ে জল বের করার চেষ্টা চালাচ্ছেন পুর কর্মীরা। এমনকী জলমগ্ন হয়ে রয়েছে ইএম বাইপাসের বেশ কিছু স্থান, সল্টলেক ও নিউটাউনের একাংশও। কলকাতা পুরসভার আধিকারিকদের দাবি, একটানা ভারী বৃষ্টির জেরেই এই বিপত্তি। দ্রুত অতিরিক্ত পাম্পের মাধ্যমে জল বের করার চেষ্টা চালানো হচ্ছে।