আশা জাগিয়েও হল না শেষরক্ষা! অলিম্পিকে হ্যাটট্রিকের ‘স্বপ্নভঙ্গ’ হল মনু ভাকেরের। এদিন ২৫ মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতায় শেষপর্যন্ত হাঙ্গেরির ভেরোনিকার কাছে হার মানতে হল তাঁকে। শেষ টাইব্রেকারে জিতে ব্রোঞ্জ পদক নিজের ঝুলিতে তুলে নেন ভেরোনিকা।
তবে হ্যাটট্রিকের ‘স্বপ্নভঙ্গ’ হলেও দেশবাসীকে হতাশ করেনননি মনু। কারণ তাঁর ঝুলিতে রয়েছে ২টি পদক। অলিম্পিকের দৌড় শেষে নিজের মা’র প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন মনু। এমনকী ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও।