রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রবল বর্ষণের মধ্যেই শনিবার সকাল থেকে জল ছাড়তে শুরু করেছে ডিভিসি। আজ ও কালকের মধ্যে আরও জল ছাড়া হতে পারে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যে বন্যার আশঙ্কায় সতর্ক নবান্ন! ডিভিসির বিরুদ্ধে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ তুলে, জেলা প্রশাসনের কর্তাদের সতর্ক থাকার আবেদন জানানো হল। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
এদিন নবান্নে সাংবাদিকের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যা বলেন, “রাজ্য সরকারকে কিছু না জানিয়েই জল ছেড়েছে ডিভিসি। আগামী ৪৮ ঘণ্টায় আরও জল ছাড়া হতে পারে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে প্রবল বর্ষণ হচ্ছে। এর ফলে হাওড়ার আমতা, উদয়নারায়ণপুর, হুগলির গোঘাট প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। সঙ্গে ভরা কোটালের জলও রয়েছে। তাই রাজ্য সরকারের তরফে সকলকে সতর্ক থাকার আবেদন করা হচ্ছে।”