নতুন সংসদ ভবনের ছাদ চুঁইয়ে জলের ধারা নামার ভিডিয়ো ভাইরাল হয়েছিল আগেই। এবার সামনে এক আরও নতুন একটি ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, সংসদের মেঝেতে বইছে জলস্রোত। ভাইরাল হওয়া এমন ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বছর ঘোরার আগেই ১২০০ কোটি খরচ করে তৈরি নতুন সংসদ ভবনের এই দশায় নেট মাধ্যমে কটাক্ষের ঝড় উঠেছে। স্বাভাবিক ভাবেই এই ঘটনা অস্বস্তি বাড়িয়েছে মোদি সরকারের। নতুন এই ভিডিওতে হিন্দিতে কাউকে বলতে শোনা যাচ্ছে, ‘‘ইয়ে হ্যায় হমারে রাজ্যসভা!’’ যা থেকে অনেকেই অনুমান করছেন, জলস্রোত বইছে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা চত্বরে।
২০২৩ সালের ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেপ্টেম্বর থেকে অধিবেশনের সূচনা হয় সেখানে।