Sambad Samakal

Akhil Giri: অখিলের আচরণে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী! ক্ষমা চেয়ে পদত্যাগের নির্দেশ!

Aug 4, 2024 @ 3:33 pm
Akhil Giri: অখিলের আচরণে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী! ক্ষমা চেয়ে পদত্যাগের নির্দেশ!

শনিবার তাজপুরে বন দফতরের মহিলা রেঞ্জার মণীষা সাউকে কার্যত ‘হুমকি’ দিয়েছিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। আর রবিবারই এবিষয়ে কড়া অবস্থান নিতৃণমূল কংগ্রেস। জানা যাচ্ছে, অখিলের আচরণে অত্যন্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে অখিল গিরিকে বন দফতরের মহিলা আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

এদিন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ফোনে অখিল গিরির কাছে নেত্রীর বার্তা পৌঁছে দিয়েছেন। পাশাপাশি অখিল গিরিকে দ্রুত মন্ত্রিসভা থেকে তাঁর পদত্যাগপত্রও পাঠিয়ে দিতে বলা হয়েছে। এমনটাই জানিয়েছেন, তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। এই ধরনের রাজধর্ম একমাত্র তৃণমূল কংগ্রেসই পালন করতে পারে বলে দাবি করেছেন শান্তনু।

Related Articles