Sambad Samakal

IBPS: ব্যাঙ্কে চাকরি খুঁজছেন! শুরু হচ্ছে নিয়োগ, আবেদনের শেষ তারিখ কবে?

Aug 4, 2024 @ 5:43 pm
IBPS: ব্যাঙ্কে চাকরি খুঁজছেন! শুরু হচ্ছে নিয়োগ, আবেদনের শেষ তারিখ কবে?

ব্যাঙ্কে চাকরি খুঁজছেন! সম্প্রতি ইন্সটিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশনের তরফে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই অনলাইনে নাম নথিভুক্তিকরণের প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছাড়া বাকি সমস্ত সরকারি ব্যাঙ্কে নিয়োগ করবে আইবিপিএস। নিয়োগ হবে প্রবেশনারি অফিসার অথবা ম্যানেজমেন্ট ট্রেনি পদে। মোট শূন্যপদের সংখ্যা ৪ হাজার ৪৫৫টি।

আবেদনকারীদের বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে। যে কোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকবে হবে। প্রিলিমিনারি ও মেইনস পরীক্ষা দিতে হবে। সারা দেশের বিভিন্ন শহরে অবস্থিত কেন্দ্রে পরীক্ষা হবল অনলাইনে। আবেদনের শেষ তারিখ ২১ আগস্ট। আবেদন জমা দিতপ ও আরও বিস্তারিত তথ্যের জন্য আইবিপিএসের ওয়েবসাইট দেখতে হবে।

Related Articles