বিশ্বের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডে ভারতের মুখ উজ্জ্বল করলেন পতাকা গ্রুপের ডিরেক্টর শারিফ হোসেন। আমেরিকা, অস্ট্রেলিয়া-সহ বিশ্বের ৩৫টি দেশের মধ্যে থেকে মাত্র ৫৫ জনকে নির্বাচিত করা হয়েছিল অক্সফোর্ডের এক বছরের ইন্টেন্সিভ পোস্ট-গ্র্যাজুয়েশন কোর্সের জন্য। যেখানে একমাত্র বঙ্গ সন্তান তথা ভারতীয় হিসেবে ডাক পেয়েছিলেন শারিফ। কোর্স শেষে ডিস্টিংশন নিয়ে সাফল্য অর্জন করলেন তিনি। বঙ্গসন্তান শারিফ হোসেনের এই সাফল্যে উচ্ছ্বসিত সকলে।
শিক্ষাবিদদের মতে, “অক্সফোর্ডে ভর্তি হওয়া যেমন কঠিন, তেমনই সেখানকার পড়াশোনা আরও কঠিন। আর সব থেকে কঠিন হল ডিস্টিংশন পাওয়া। ৫৫ জনের মধ্যে মাত্র ৭/৮ জনই ডিস্টিংশন পেয়েছেন। এই অসাধারণ সাফল্যের পরে শারিফ হোসেন বলেন, “ভাঙা পা নিয়ে আমি ক্লাস করেছি ও পরীক্ষা দিয়েছি। আমি গর্বিত যে, এই কঠিন যাত্রায় আমার আব্বা, মা, পরিবার আর বিশিষ্ট শিক্ষক ও কলিগদের উৎসাহ সঙ্গে ছিল।”
শারিফের এই বিশ্বজোড়া সাফল্যে গর্বিত তাঁর বাবা শিল্পপতি তথা পতাকা গ্রুপের কর্ণধার মোস্তাক হোসেন ও মা সানোয়ারা হোসেন, সহধর্মিনী সানজিদা জিনাত। তাঁদের মতে, এই গর্ব পুরো পতাকা পরিবারের। সেইসঙ্গে এই গৌরব বাংলারও।