Sambad Samakal

Bangladesh: বাংলাদেশে অন্তর্বর্তী সরকার! বন্ধ হবে হিংসা! কী ঘোষণা সেনাপ্রধানের?

Aug 5, 2024 @ 3:54 pm
Bangladesh: বাংলাদেশে অন্তর্বর্তী সরকার! বন্ধ হবে হিংসা! কী ঘোষণা সেনাপ্রধানের?

সোমবার দুপুরে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা করলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। এই বিষয়ে দেশের অন্যতম প্রধান তিন রাজনৈতিক দল জামাত, বিএনপি ও জাতীয় দল সম্মত হয়েছে। সুশীল সমাজও এই বিষয়ে রাজি। তবে আওয়ামী লিগের কেউ ছিল না। দেশের মানুষের দায়িত্ব আমি নিচ্ছি। প্রতিটা হত্যা ও অন্যায়ের বিচার হবে। হিংসার মাধ্যমে আমরা কিছু অর্জন করতে পারব না। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা সেনা ও পুলিশকে নির্দেশ দিয়েছি, কোথাও আর গুলি চালানো হবে না। আন্দোলনরত ছাত্ররা ঘরে ফিরে যান। আশা করি দ্রুতই দেশে শান্তি ফিরিয়ে আনা যাবে। সকলের সহযোগিতা আমরা চাইছি।”

Related Articles