প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে নিজের বোন শেখ রেহানাকে নিয়ে ঢাকা ছাড়লেন হাসিনা। কপ্টারে নিরাপদ স্থানে যাচ্ছেন তিনি, এমনটাই খবর। গণভবনের দখল নিয়েছে বিক্ষোভকারীরা। মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৩০০ ছাড়িয়েছে।
একটি সূত্রের দাবি, ভারতে আসতে পারেন তিনি। কপ্টার ল্যান্ড করতে পারে পশ্চিমবঙ্গে। যদিও এই বিষয়ে নিশ্চিতভাবে কোনও তথ্য পাওয়া যায়নি। বিকেল ৪টেয় ক্ষমতা দখল করতে পারে বাংলাদেশের সেনাবাহিনী।