নতুন করে অশান্ত বাংলাদেশ। সংঘর্ষে লাগাতার বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করল বিদেশ মন্ত্রক।
রবিবার রাতে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে অশান্ত বাংলাদেশ সফর যেন ভারতীয়রা এড়িয়ে যান। জরুরি প্রয়োজন থাকলেও, আপাতত সফর স্থগিত রাখতে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশে যে সমস্ত ভারতীয় নাগরিকরা এই মুহূর্তে রয়েছেন, তাদেরও সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। ঢাকায় ভারতীয় হাই কমিশনের সঙ্গে যোগাযোগ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।