প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়ার জন্য শেখ হাসিনাকে মাত্র ৪৫ মিনিট সময় বেঁধে দিয়েছিল বাংলাদেশের সেনাবাহিনী। বাংলাদেশ গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে এমনটাই। এরপরই ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হন বঙ্গবন্ধু কন্যা। এমনকী, দেশ ছেড়ে বেরনোর আগে জাতির উদ্দেশে ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন হাসিনা। কিন্তু বাংলাদেশ সেনা তাঁকে সেই সুযোগও দেয়নি।
জানা গিয়েছে, সবার প্রথমে হাসিনা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু তাঁকে উদ্ধারের জন্য ভারত থেকে বাংলাদেশে বিমান পাঠানো হবে না বলে জানিয়ে দেয় নয়াদিল্লি। ভারতের তরফে জানানো হয়েছে, বাংলাদেশের আকাশসীমায় ভারত কোনও বিমান পাঠাবে না। কারণ তাতে আইন লঙ্ঘিত হতে পারে। তাই হাসিনাকে নিজের উদ্যোগেই ভারতের যে কোনও এলাকায় পৌঁছতে হবে। তারপর সেখান থেকে তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়া যেতে পারে। এরপর ত্রিপুরার আগরতলায় পৌঁছন হাসিনা। নর্থ ইস্টার্ন আর্মি এখবর নিশ্চিত করেছে। সেখান থেকেই দিল্লি হয়ে তিনি উড়ে যেতে পারেন ওয়াশিংটন অথবা লন্ডন।