উত্তাল পড়শী রাষ্ট্র বাংলাদেশ। দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যেই হাই-অ্যালার্ট জারি হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায়। এই পরিস্থিতিতে সকলকে শান্ত থেকে পশ্চিমবঙ্গে শান্তি রক্ষার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “দেশের একটা সরকার রয়েছে। বাংলাদেশের বিষয়ে কেন্দ্রীয় সরকার যেভাবে বলবে, সেভাবেই আমরা চলব। পড়শী দেশে কোনও উত্তেজনা হলে, স্বাভাবিক ভাবেই তার প্রভাব পার্শ্ববর্তী এলাকায় এসে পড়ে। তাই আমি সকলের কাছে হাত জোর করে অনুরোধ করব, সমস্ত রাজনৈতিক নেতাদের কাছে অনুরোধ করব, এমনই কিছু বলবেন না যাতে উত্তেজনা তৈরি হয়, এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। কোনও উস্কানিমূলক মন্তব্য করবেন না। বিশেষ করে বিজেপি নেতাদের একথা বলব, কারণ তারা ইতিমধ্যেই কিছু কিছু পোস্ট করছেন। বাংলাদেশে যা চলছে, তা নিয়ে আমরা সকলেই উদ্বিগ্ন।”