প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে বিকেলেই বাংলাদেশ থেকে ভারতে পৌঁছেছেন শেষ হাসিনা। গাজিয়াবাদে হিন্ডেন বিমানঘাঁটিতে সন্ধ্যেয় তাঁর সঙ্গে দেখা করেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও উচ্চপদস্থ সেনা কর্তারা। তারপরেই হাসিনা সহ তাঁর পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় ভারতীয় বায়ুসেনা। ফলে আপাতত ভারতেই বায়ুসেনার নিরাপদ আশ্রয়ে থাকছেন বঙ্গবন্ধু কন্যা। কারণ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকার করেছে ব্রিটেন।
অন্যদিকে, আন্তর্জাতিক সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারল শেখ হাসিনা পুত্র জয় দাবি করেছেন, এই ঘটনার পরে তাঁর মা আর রাজনীতিতে ফিরবেন না। একপ্রকার রাজনীতি থেকে অবসরই নিতে চলেছেন তিনি। তবে শেষপর্যন্ত হাসিনার পরবর্তী পদক্ষেপ কী হয়, সেই দিকেই নজর রয়েছে গোটা বিশ্বের।