Sambad Samakal

Weather: মেঘলা আকাশ, আজ বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়? ফের চড়বে পারদ?

Aug 5, 2024 @ 7:49 am
Weather: মেঘলা আকাশ, আজ বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়? ফের চড়বে পারদ?

সোমবার সকাল থেকেই মেঘলা শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা সহ গাঙ্গেয় উপকূলের সমস্ত জেলাতেই সারা দিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ফলে অনেকটাই নিম্নমুখী থাকবে তাপমাত্রায় পারদও।

সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৫ শতাংশ।

Related Articles