প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে শেখ হাসিনার দেশ ছাড়ার পরেও কার্যত হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ! জানা যাচ্ছে, সোমবার মধ্য রাত পর্যন্ত একদিনে মোট ১৩৫ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে অধিকাংশই ক্ষমতাসীন আওয়ামী লিগের সদস্য-সমর্থক। একাধিক রাজনৈতিক নেতার বাড়িতে খুন, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনা ঘটেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যরা রাস্তায় থাকলেও কার্যত দেখা নেই পুলিশের। মঙ্গলবার সকাল থেকেও রাজধানী ঢাকার যাত্রাবাড়ি সহ একাধিক থানায় আগুন লাগিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। আন্দোলনরত পড়ুয়াদের তরফে সকলকে শান্ত থাকার আবেদন জানানো হলেও পরিস্থিতি যে এখনও সম্পূর্ণ স্বাভাবিক হয়নি, তা বলাই যায়।