পূর্ব ঘোষণা মতোই মঙ্গলবার ভোর ৬টা থেকে বাংলাদেশে শিথিল করা হয়েছে কারফিউ। পাশাপাশি খুলে দেওয়া হয়েছে, সমস্ত স্কুল-কলেজ, অফিস-আদালত। ফলে পুনঃরায় স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ।
এদিন সকাল থেকে রাজধানী ঢাকার বিভিন্ন রাস্তায় সাধারণ অফিসযাত্রীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যদিও চাপা আতঙ্ক কাজ করছে অনেকের মধ্যেই। কারণ সোমবার রাত ও মঙ্গলবার ভোরেও একাধিক নাশকতামূলক ঘটনা ঘটেছে। হত্যা, লুট, অগ্নিসংযোগ কিছুই বাদ যায়নি। যদিও পথে রয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা। তাই আতঙ্ককে সঙ্গী করেই ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ।