অশান্ত বাংলাদেশে এখনও আটকে প্রায় ১৫ হাজার ভারতীয়! মঙ্গলবার এমনি তথ্য জানাল ভারতীয় বিদেশ মন্ত্রক। এরমধ্যে অধিকাংশই পড়াশোনা করতে বা চাকরি সূত্রে বাংলাদেশে গিয়েছিলেন। উদ্ভূত পরিস্থিতিতে সেখানেই আটকে পড়েছেন তারা।
এদিন ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দ্রুত বাংলাদেশে আটকে থাকা সমস্ত ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হবে। যার মধ্যে রয়েছেন প্রায় ৮ হাজার ছাত্র। ফলে উৎকণ্ঠায় রয়েছেন সকলেই।