বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সর্বদলীয় বৈঠকের পরে সংসদে বিবৃতি দিলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। উদ্বেগ প্রকাশ করলেন বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণ নিয়েও।
এদিন রাজ্যসভায় জয়শঙ্কর বলেন, “বাংলাদেশ সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনায় ভারত উদ্বিগ্ন। সেদেশের দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। গোটা পরিস্থিতির ওপরে নজর রাখছে ভারত। বাংলাদেশে আটকে থাকা প্রায় ১৯ হাজার ভারতীয়কে দ্রুত দেশে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। এই পরিস্থিতিতে আমরা সকলের সহযোগিতা চাই। সরকার দেশের স্বার্থেই পদক্ষেপ করবে।”