অস্থিরতার আগুনে জ্বলছে পড়শী বাংলাদেশ। কতটা প্রভাব ভারতে? কী অবস্থান মোদি সরকারের? এই সমস্ত বিষয়েই আলোচনা করতে মঙ্গলবার সকালে সর্বদলীয় বৈঠক শুরু হল দিল্লিতে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ও ভারতের অবস্থান ব্যখ্যা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে।
এই বৈঠকে উপস্থিত রয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। পাশাপাশি সরকারের তরফে বিদেশমন্ত্রী ছাড়াও রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রজনাথ সিং সহ সরকারি আধিকারিকরা।