কেন্দ্রীয় সরকারি সংস্থা রাইটস লিমিটেডে বিভিন্ন পদে নিয়োগ হতে চলেছে। সম্প্রতি এই বিষয় সংক্রান্ত বিজ্ঞাপনও প্রকাশিত হয়েছে। চুক্তির ভিত্তিতে হবে নিয়োগ।
জানা যাচ্ছে, জেনারেল ম্যানেজার, অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার সহ মোট ৩টি পদে হবে নিয়োগ। প্রাথমিকভাবে চুক্তির ভিত্তিতে নিয়োগ হলেও, পরে মেয়াদ বাড়ানো হতে পারে।
প্রার্থীদের বয়স ৫৫ বছরের মধ্যে হলেই তারা আবেদন করতে পারবেন। বিভিন্ন পদে নিযুক্তদের মাইনে হবে লক্ষাধিক টাকা। অনলাইনে করতে হবে আবেদন। যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞাপন দেখতে হবে। ১৮ আগস্ট আবেদনের শেষ দিন। ২৭ আগস্ট ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ সম্পন্ন হবে।