প্রাণনাশের আশঙ্কা করে আগেই ভারতের সাহায্য চেয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা! জানা যাচ্ছে, গত ৩১ জুলাই ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছিলেন হাসিনা। জানিয়েছিলেন, বিরোধী শক্তি চক্রান্ত করে সরকার ফেলার চেষ্টা করছে। পাশাপাশি প্রাণনাশের আশঙ্কাও করছেন তিনি।
সেই সময়ে ভারতীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের আভ্যন্তরীন কোনও বিষয়ে হস্তক্ষেপ করা হবে না। তবে পরিস্থিতি খারাপ হলে ভারতে আশ্রয় নিতে পারেন হাসিনা। ফলে সেনা প্রধানের সামনে পদত্যাগ করার পরেই, কালবিলম্ব না করে সরাসরি ভারতে আশ্রয়ের জন্য চলে আসেন শেখ হাসিনা।