Sambad Samakal

Sheikh Hasina: ভারতেই রয়েছেন হাসিনা! কী জানালেন বিদেশমন্ত্রী?

Aug 6, 2024 @ 12:29 pm
Sheikh Hasina: ভারতেই রয়েছেন হাসিনা! কী জানালেন বিদেশমন্ত্রী?

এখনও ভারতেই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা! জানা যাচ্ছে, এমনটাই সর্বদলীয় বৈঠকে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

হাসিনাকে নিয়ে আসা বাংলাদেশ বায়ুসেনার খালি বিমানটি ঢাকার উদ্দেশে উড়ে গিয়েছে বলে খবর। প্রসঙ্গত, এদিন সকালে গাজিয়াবাদের হিন্ডেন বিমানঘাঁটি থেকে হাসিনার বিমান ফের উড়ে গিয়েছে বলো খবর পাওয়া যায়। ধরে নেওয়া হয়, বিমানে রয়েছেন হাসিনা। তিনি হয়’তো পরবর্তী গন্তব্যের দিকে রওনা দিয়েছেন। কিন্তু বেলা বাড়তেই বোঝা গেল, উড়ে গিয়েছে খালি বিমান। আপাতত ভারতেই রয়েছেন হাসিনা।

Related Articles