Sambad Samakal

SSC Recruitment: চাকরি থাকবে ২৬ হাজারের, এসএসসি মামলায় কী অবস্থান সুপ্রিমকোর্টের?

Aug 6, 2024 @ 1:55 pm
SSC Recruitment: চাকরি থাকবে ২৬ হাজারের, এসএসসি মামলায় কী অবস্থান সুপ্রিমকোর্টের?

ফের পিছিয়ে গেল শুনানি! ফলে জুলেই রইল এসএসসির ২৬ হাজার চাকরিরতর ভবিষ্যৎ। জানা যাচ্ছে, এদিন সুপ্রিমকোর্ট সব পক্ষকে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য শুক্রবার পর্যন্ত সময় দিয়েছে। তারপরেই পরবর্তী শুনানির দিন ধার্য করা হবে।

প্রসঙ্গত, সুপ্রিমকোর্টে প্রাথমিক হলফনামা দিয়ে সিবিআই জানিয়েছিল দুর্নীতি করে চাকরি পাওয়ার সংখ্যা প্রায় ১ হাজার ২০০। এরপরেই দ্রুত শুনানি শেষে রায়ের আশা করছিলেন ২০১৬ সালের এসএসসির চাকরিরতরা।

Related Articles