বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে চূড়ান্ত হয়েছে নোবেলজয়ী মহম্মদ ইউনুসের নাম। জানা যাচ্ছে, বৃহস্পতিবারই প্যারিস থেকে বাংলাদেশে ফিরতে পারেন তিনি। আর তারপরেই হতে পারে নয়া সরকারের শপথগ্রহণ।
সূত্রের খবর, ইউনুস দেশে আসার পরেই বৃহস্পতিবার সন্ধ্যায় শপথগ্রহণ করতে পারেন বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রীরা। আর বুধবার সন্ধ্যের পর রাষ্ট্রপতি ভবন থেকে নয়া সরকারের মন্ত্রীদের নাম ঘোষিত হতে পারে। নয়া সরকার শপথ নেওয়ার পরে কি অরাজকতা থামবে বাংলাদেশে! সেই দিকেই নজর রয়েছে গোটা বিশ্বের।