Sambad Samakal

Health Tips: চুল পড়ার সমস্যা! মাথায় নতুন চুল গজাতে কী মাখবেন?

Aug 7, 2024 @ 3:56 pm
Health Tips: চুল পড়ার সমস্যা! মাথায় নতুন চুল গজাতে কী মাখবেন?

মাথার চুল পড়ার সমস্যা এখন কমবেশি সকলের মধ্যেই রয়েছে। তবে সেই সমস্যা যখন হাতের বাইরে চলে যায়, তখন হতাশায় ভোগেন অনেকেই। নামীদামী ওষুধ খেয়েও লাভ হয় না অনেক সময়। তবে রান্নাঘরে হাতের কাছে থাকা একটি আনাজই কিন্তু আপনার সমস্যা সমাধান করতে পারে।

পেঁয়াজ, হ্যাঁ ঠিকই পড়ছেন, এটাই হল সেই আনাজ যা চুল পড়ার সমস্যা কমায় ও নতুন চুল গজাতে সাহায্য করে। পেঁয়াজে রয়েছে সালফার, এই উদ্দীপক উপাদানটি ফলিকল থেকে নতুন চুল গজাতে সাহায্য করে। যে সব ব্যাকটেরিয়ার সমস্যার কারণে চুল পরা বেড়ে যায়, পেঁয়াজের রস সেই সব ব্যাকটেরিয়াকে মাথায় বাসা বাঁধতে দেয়না। এছাড়াও মাথার ত্বকে পেঁয়াজের রস রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে, ফলে চুলের ফলিকলে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছয়।

তবে পেঁয়াজ রস মাথায় মাখার জন্য কিছিু নিয়ম মানতে হবে আপনাকে। মাথায় ত্বক তৈলাক্ত হলে আগে শ্যাম্পু করে নিতে হবে। ভিজে চুলে পেঁয়াজের রস মাখা যাবে না। পেঁয়াজের রস তুলো দিয়ে মাথার ত্বকে লাগান। পেঁয়াজের গন্ধ বা ঝাঁজ সহ্য করতে না পারলে, সারা রাত রেখে দিন। পরের দিন শ্যাম্পু করে কন্ডিশনার মেখে নিলেই সমস্যা মিটে যাবে।

Related Articles