বুধবার বেলা পৌনে বারোটা। আচমকাই বিকট শব্দে কেঁপে উঠল যোধপুর পার্ক এলাকা। দেখা গেল, ২৪০ যোধপুর পার্ক বাড়ির নীচে থাকা ‘মুশতাং, দ্য রামেন ক্লাব’ নামের একটি ক্যাফের শাটার ছিটকে পড়েছে উল্টোদিকের ফুটপাথে। লণ্ডভণ্ড হয়ে গিয়েছে গোটা ক্যাফে। মারাত্মক জখম হয়েছেন ক্যাফের একজন কর্মী। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস৷ খবর দেন পুলিশ ও দমকলে। দমকলবাহিনী এসে আগুন নিভিয়ে আহত ক্যাফের কর্মীকে উদ্ধার করে। কাউন্সিলরের তৎপরতায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। একটি গ্যাস সিলিন্ডার অক্ষত অবস্থায় উদ্ধার করেন দমকল কর্মীরা।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেল, বাড়ির নীচে থাকা দশ ফুট বাই দশ ফুট একটি ঘরে চলছিল ক্যাফে। তীব্র বিস্ফোরণের অভিঘাতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সমস্ত সামগ্রী। ওই বাড়িটির বাসিন্দা বিপীন শ্রীচন্দন দাবি করেন, গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিস্ফোরণ হয়েছে। বিগত দেড়-দু’বছর ধরে চলছিল ক্যাফেটি। যদিও ক্যাফের মালিককে তিনি চেনেন না বলেই দাবি করেছেন।
অন্যদিকে, কাউন্সিলর মৌসুমী দাস জানিয়েছেন, “স্থানীয় মানুষের ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছই। আহত ক্যাফের কর্মীকে হাসপাতালে পাঠানো হয়। দমকলবাহিনী এসে গ্যাস সিলিন্ডার উদ্ধার করে। তবে ফাটা গ্যাস সিলিন্ডারের কোনও অংশ দমকল কর্মীরা ক্যাফে থেকে পাননি। শুনেছি ক্যাফেটির মালিক ডানকুনিতে থাকেন।”
পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ক্যাফের মালিককে জিজ্ঞাসাবাদের জন্য লেক থানায় নিয়ে যাওয়া হয়েছে। আহত কর্মী এই মুহূর্তে এম আর বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কীভাবে বিস্ফো*রণ হল, তা খতিয়ে দেখা হচ্ছে। ফরেনসিক বিশেষজ্ঞরা ক্যাফেটি পরীক্ষা করে দেখবেন।