বুধবার সকাল থেকেই মেঘলা শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা সহ গাঙ্গেয় উপকূলের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, দুই বর্ধমান, দুই মেদিনীপুরেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বেলা বাড়লে তাপমাত্রার পারদ কিছুটা হলেও চড়তে পারে। আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমের অনুভূতিও বজায় থাকবে।
বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৪ শতাংশ।