Sambad Samakal

Vinesh Phogat: অলিম্পিক্সে ভিনেশের স্বপ্নভঙ্গ! কেন ডিসকোয়ালিফাই ভারতীয় কুস্তিগির?

Aug 7, 2024 @ 1:17 pm
Vinesh Phogat: অলিম্পিক্সে ভিনেশের স্বপ্নভঙ্গ! কেন ডিসকোয়ালিফাই ভারতীয় কুস্তিগির?

প্যারিস অলিম্পিক্সে স্বপ্নবঙ্গ ভিনেশ ফোগটের! জানা যাচ্ছে, ওজন বেশি থাকার কারণে ঠিক ফাইনালের আগে ডিসকোয়ালিফাই করা হয়েছে তাঁকে।

৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তি প্রতিযোগিতায় ফাইনালে উঠেছিলেন ভিনেশ। তবে ১০০ গ্রাম ওজন বেশি হপয়ার কারণে তাঁকে আজ ডিসকোয়ালিফাই করা হল। এই ঘটনায় কার্যত সোরগোল পড়ে গিয়েছে গোটা দেশজুড়ে। সংসদে সরব হয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। টুইট করে ভিনেশের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

Related Articles