Sambad Samakal

Bangladesh: ঢাকায় ফিরলেন মহম্মদ ইউনুস, কী বার্তা দেশবাসীর উদ্দেশে?

Aug 8, 2024 @ 3:23 pm
Bangladesh: ঢাকায় ফিরলেন মহম্মদ ইউনুস, কী বার্তা দেশবাসীর উদ্দেশে?

বৃহস্পিতাবার দুপুরে প্যারিস থেকে ঢাকায় ফিরলেন বাংলাদেশের নতুন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী মহম্মদ ইউনুস। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের তিন সেনাবাহিনীর প্রধান।

ঢাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমেই চলতি আন্দোলনের ছাত্র শহিদ আবু সঈদকে স্মরণ করে তিনি বলেন, “নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশের নতুন বিজয় দিবস শুরু হয়েছে। আমাদের এগিয়ে যেতে হবে। যাঁদের জন্য এটা সম্ভব হয়েছে, তাঁদের প্রতি আমার কৃতজ্ঞতা। দেশকে পুনর্জন্ম দিয়েছে তাঁরা। আজকে আমার শহিদ আবু সঈদের কথা মনে পড়ছে। তাঁর আত্মত্যাগের কথা দেশের প্রতিটি মানুষের মনে থাকবে।”

প্রসঙ্গত, আজ সন্ধ্যাতেই বাংলাদেশের নতুন সরকারের প্রধান হিসেবে শপথ নেবেন নোবেল শান্তি পুরস্কারজয়ী মহম্মদ ইউনুস সহ অন্যান্য প্রতিনিধিরা।

Related Articles