প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকস্তব্ধ বাংলার রাজনৈতিক মহল। খবর পেয়ে ইতিমধ্যেই বাম নেতা-কর্মীদের অনেকে বুদ্ধবাবুর পাম অ্যাভিনিউর বাড়িতে ভিড় জমাতে শুরু করেছেন। এই পরিস্থিতিতে শেষ যাত্রার পরিকল্পনা জানান হল আলিমুদ্দিন স্ট্রিটের তরফে।
জানা যাচ্ছে, এদিন বেলা সাড়ে ১২টা পর্যন্ত পাম অ্যাভিনিউর বাড়িতেই শায়িত থাকবে দেহ। তারপরে দেহ সংরক্ষিত রাখা হবে। আগামীকাল অর্থাৎ শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত সিপিএমের রাজ্য সদর দফতর আলিমুদ্দিন স্ট্রিটে বুদ্ধবাবুর দেহ রাখা হবে, সকলের শেষ শ্রদ্ধা জানানোর জন্য। এরপরে বিকেলে হবে শেষ যাত্রা। কোন মেডিক্যাল কলেজে দেহদান করা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। নিজের কর্মজীবনের অনেকটা সময় জুড়ে থাকা রাজ্য বিধানসভাতেও দেহ নিয়ে যাওয়া হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।