বৃহস্পতিবার সকালে প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। পরিবার সূত্রে খবর, গত তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। এদিন সকালে কিছুটা বাড়ে জ্বরের মাত্রা। এরপরে প্রাতঃরাশ করার সময়েই আচমকা কার্ডিয়াক অ্যারেস্ট হয় বুদ্ধবাবুর। প্রাথমিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ভাবলেও, শেষপর্যন্ত তা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই ফুসফুসজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ক্রনিক সিওপিডির সমস্যার কারণে থমকে গিয়েছিল সাধারণ জীবন। এছাড়াও চোখের সমস্যা ছিল। কার্যত কিছু দেখতে না পেলেও সজাগ ছিল মস্তিষ্ক। শেষপর্যন্ত বৃহস্পতিবার সকালে থেমে গেল হৃৎস্পন্দন। অবসান হল এক যুগের।