Sambad Samakal

Buddhadeb Bhattacharjee: বুদ্ধবাবুর প্রয়াণে শোকস্তব্ধ টলিউড, কী জানালেন দেব-প্রসেনজিৎ-ঋতুপর্ণা?

Aug 8, 2024 @ 4:26 pm
Buddhadeb Bhattacharjee: বুদ্ধবাবুর প্রয়াণে শোকস্তব্ধ টলিউড, কী জানালেন দেব-প্রসেনজিৎ-ঋতুপর্ণা?

সদ্য প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আর তার প্রয়াণে শুধু রাজনীতিবিদরাই নন, শোকস্তব্ধ বাংলার টলিউড ইন্ডাস্ট্রিও। এদিন বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে দেব মনে করিয়ে দিলেন একজন ‘প্রকৃত নেতা’ ও ‘রুচিশীল প্রকৃত ভদ্রলোকের’ কথা। সমাজিক যোগাযোগ মাধ্যমে ‘শান্তিতে ঘুমোন আপনি’, লিখলেন তৃণমূলের তারকা সাংসদ দেব।

অন্যদিকে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, “একজন সত্যিকারের ভালো গুণী মানুষ চলে গেলেন। ভালো থাকবেন। বুদ্ধবাবুর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।”

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “মনে পড়ছে সেই দিনটি, যেদিন উনি আর তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আমার বিয়েতে এসেছিলেন। আসলে এইসব মানুষরা বিরল এই পৃথিবীতে। তাঁদের মানসিকতা, শিক্ষাজ্ঞান আমাদের সমাজকে সবসময় উর্বর করেছে। যা আগামী প্রজন্মের কাছে একটা উদাহরণ হিসেবে থেকে যাবে। তাঁকে স্যালুট।”

Related Articles