বৃহস্পতিবার দুপুরে শেষ বারের মত বালিগঞ্জের পাম অ্যাভিনিউর বাড়ি থেকে পিস ওয়ার্ল্ডের উদ্দেশে রওনা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অত্যন্ত ধীর গতিতে শববাহী শকট রওনা দিয়েছে। পেছনেই রয়েছে বুদ্ধবাবুর প্রিয় অ্যাম্বাসেডর গাড়িও।
সিপিএমের অগনিত সদস্য-সমর্থকের সঙ্গেই রয়েছেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিমও। শেষ যাত্রায় সঙ্গী হয়েছেন স্ত্রী মীরা ভট্টাচার্য, সন্তান সুচেতন ভট্টাচার্য। অগনিত সাধারণ মানুষের ভিড়ের সঙ্গে মিশেই শেষ যাত্রার পথে এগিয়ে চলেছেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।