নিয়মিত প্লাস্টিকের বোতলে জল খান? শরীরের কী মারাত্মক ক্ষতি হচ্ছে জানেন? প্লাস্টিকের বোতলে থাকা জলো গুঁড়ো প্লাস্টিকের কণা মিশে থাকে বলে আগেই জানিয়েছিলেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক এক গবেষণা বলছে, নিয়মিত প্লাস্টিকের বোতল থেকে জল খেলে ওই প্লাস্টিকের কণাই শরীরে প্রবেশ করে রক্তের সঙ্গে মিশে যায়। যার পেশাকি নাম ‘মাইক্রোপ্লাস্টিক্স’।
সম্প্রতি অস্ট্রিয়ার একদল গবেষকের গবেষণায় জানা গিয়েছে, যাঁরা নিয়মিত প্লাস্টিকের বোতল, চায়ের কাপ থেকে কোনও তরল বা জল খান, প্রতি সপ্তাহে তাঁদের রক্তে প্রতি সপ্তাহে ৫ গ্রামের মতো প্লাস্টিকের কণা জমা হয়। এই কণাগুলি আকারে ৫ মিলিমিটারেরও কম। যা বোতলজাত জলের সঙ্গেই মিশে থাকে।
এর জেরে উচ্চ রক্তচাপ, ক্যান্সার, হরমোনের হেরফেরের মতো মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। তাই আজই নিয়মিত প্লাস্টিকের বোতল থেকে জল খাওয়ার অভ্যাস থাকলে, তা ত্যাগ করুন।