রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যু সংবাদ পাওয়ার পরেই হাতে চোট পেলেন মমতা! বৃহস্পতিবার পাম অ্যাভিনিউর বাড়িতে উপস্থিত হয়ে প্রয়াত বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানান তিনি। কথা বলেন স্ত্রী মীরা ভট্টাচার্য ও সন্তান সুচেতনের সঙ্গে। এরপরে বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রাজ্য সরকার বুদ্ধবাবুকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে বিদায় দিতে চায়। প্রয়োজনে নন্দন বা রবীন্দ্র সদনে দেহ রাখার পরামর্শও দেন মমতা। রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসকে গোটা বিষয়ে তদারকির নির্দেশ দেন তিনি।
এরপরেই মমতা জানান, “বুদ্ধবাবুর খবরটা পাওয়ার পর থেকেই কেমন যেন আমার হাত-পা কাঁপছিল। দেওয়ালে ঘষে গিয়ে হাতে চোট পেয়েছি। গলগল করে রক্ত বেরিয়েছে। এখন আবার বাড়ি ফিরে গিয়ে ঝাড়গ্রামে যাব। কাল বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান রয়েছে ওখানে। না গেলে ওরা মাইন্ড করবে, তাই যেতে হচ্ছে। অন্য অনুষ্ঠান হলে আমি বাতিল করে দিতাম। আমাদের রাজ্যের জন্য বড় ক্ষতি। এই বাংলায় বারবার বুদ্ধবাবু ফিরে আসুন।”