প্যারিস অলিম্পিকের ফাইনালে উঠেও ওজনের জন্য বুধবার প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিলেন ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগট। আর বৃহস্পতিবার সকালে কুস্তিকেই বিদায় জানালেন তিনি। কার্যত কুস্তির কাছে হেরে গিয়ে হতাশ ভিনেশ।
এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিনেশ লেখেন, “মা, কুস্তি আমার বিরুদ্ধে জিতে গেল। আমি হেরে গেলাম। তোমার স্বপ্ন আর আমার সাহস দুটোই ভেঙে গিয়েছে। আমার মধ্যে আর শক্তি অবশিষ্ট নেই। পারলে ক্ষমা করে দিও। বিদায় কুস্তি ২০০১ থেকে ২০২৪। আপনাদের সকলের কাছে আমি ঋণী।”