Sambad Samakal

R G Kar Medical College: চিকিৎসকের মৃত্যুতে তদন্ত কমিটি আর জি করে, কী আশ্বাস মুখ্যমন্ত্রীর?

Aug 9, 2024 @ 8:09 pm
R G Kar Medical College: চিকিৎসকের মৃত্যুতে তদন্ত কমিটি আর জি করে, কী আশ্বাস মুখ্যমন্ত্রীর?

মহিলা চিকিৎসকের মৃত্যুতে তদন্ত কমিটি কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজে। শুক্রবার সকালে হাসপাতালের এক জন মহিলা জুনিয়র চিকিৎসকের নগ্ন দেহ উদ্ধার হয় সেমিনার হলে। অভিযোগ, ওই মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। কারণ মৃতের ঠোঁটে, গলায়, ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে।

এই ঘটনায় ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে একটি তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। যদিও পরিবারের তরফে এদিন সন্ধ্যে সাড়ে ৬টা পর্যন্ত পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ করা হয়নি। আর জি করের ঘটনার কথা প্রকাশ্যে আসতেই মৃত জুনিয়র চিকিৎসকের পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত তদন্ত করে বিচারের আশ্বাস দিয়েছেন তিনি। ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে এলে গোটা বিষয়টা পরিষ্কার হবে বলে মনে করছেন পুলিশকর্তারা। এই ঘটনায় স্বভাবতই কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষুব্ধ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা।

Related Articles