Sambad Samakal

R G Kar Hospital: কাজ না করেই বেতন! নিয়ম ভেঙে পুলিশের বাইক! ধৃত সঞ্জয়ের কীর্তি ফাঁস!

Aug 11, 2024 @ 6:41 pm
R G Kar Hospital: কাজ না করেই বেতন! নিয়ম ভেঙে পুলিশের বাইক! ধৃত সঞ্জয়ের কীর্তি ফাঁস!

সিভিক ভলান্টিয়ার হয়েও সেই কাজে যোগ দিত না আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়। এমনকী নিয়ম ভেঙে মাইনে তোলা, পুলিশের বাইক নিয়ে টহল দেওয়া থেকে, ব্যারাকে থাকা, সবই করত সে।

জানা যাচ্ছে, সিভিক ভলান্টিয়ার হিসেবে নিযুক্ত হয়েও, পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটির সঙ্গে যুক্ত হয়েছিল সঞ্জয় রায়। কাজ ছিল পুলিশ কর্মী বা তাদের বাড়ির অসুস্থ পরিজন, যারা কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সেই সমস্ত ব্যক্তির দেখভাল করা, খোঁজ রাখা। এই সুবাদেই আর জি কর, এনআরএস, কলকাতা মেডিক্যাল কলেজে ছিল তার অবাধ যাতায়াত। নিয়ম ভেঙে সঞ্জয়ের নামে ইস্যু করা হয়েছিল কলকাতা পুলিশের বাইক। থাকতে যায়গা দেওয়া হয়েছিল পুলিশ ব্যারাকেও।

সূত্রের খবর, সিভিক ভলান্টিয়ার হয়েও সেই কাজে যোগ দিত না সে। জানিয়ে দিত, পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটির সঙ্গে যুক্ত রয়েছে বর্তমান। যদিও সিভিক ভলান্টিয়ারের মাইনে তুলত তুলত সঞ্জয়, এমনই চাঞ্চল্যকর তথ্য জানা যাচ্ছে।

Related Articles